স্ত্রী সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা !

0
275
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জে বন্দরে স্ত্রী সাথে অভিমান করে নাছির (৩৫) নামে মাদকাসক্ত স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত ১৬ ডিসেম্বর দুপুর ১টায় বন্দর থানার ১৯নং ওয়াডস্থ মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারি স্বামী নাছির বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকার মৃত ইয়াজুল হকের ছেলে।
এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক মোশারফ হোসেনসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে আত্মহত্যাকারি বড় ভাই আবু মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করেছে।
এলাকাবাসী জানিয়েছে, নাছির মাদকাসক্ত ছিল। নেশা সেবনের টাকার জন্য প্রায় সময় তার ২য় স্ত্রী ফাতেমা বেগমের সাথে ঝগড়া হয়। এ কারনে গত ৭ মাস পূর্বে ফাতেমা বেগম মাদকাসক্ত স্বামীর উপর অভিমান করে তার পিতার বাড়ীতে চলে যায়। গত বুধবার দুপুরে নাছির তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে।
পরে এক পর্যায়ে মাদকাসক্ত স্বামী নাছির বাড়ীতে এসে নিজ ঘরের আড়ার সাথে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here