Thursday, October 22, 2020
Home সিলেট বিভাগ সিলেটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিলেটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত এবং ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট ২০২০) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ রোডের চৌঘরী নামক স্থানে বাস-সিএজির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজি চালকও রয়েছেন। নিহত সিএনজি চালক বাহার উদ্দিন(৫৫) গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মরহুম করিম উদ্দিনের তৃতীয় ছেলে। নিহত অন্যান্যদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নি। উল্লেখ্য নিহত সকলেই সিএনজি যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ঘটিকার সময় বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ ৩ জন যাত্রী নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আশংকাজনক অবস্থায় ৩জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজিত জনতার রোষে রোডে আটকা পড়েছে শত শত গাড়ি। পরে পুলিশ ও স্থানীয় মুরুব্বীদের ভুমিকায় যানচলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদচৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আরো কয়েকজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু !

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫৭৪৭ জনের মৃত্যু...

বিএনপি এখন গণধিকৃত দলে পরিণত হয়েছে :এনামুল হক শামীম 

স্টাফ রিপোর্টার : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি আগুন সন্ত্রাস, বোমাবাজি, অপপ্রচার, গুজব...

হাতীবান্ধায় ক্রীড়া সামগ্রী বিতরণ

শাহিনুর ইসলাম প্রান্ত : লালমনিরহাটের হাতীবান্ধা ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই এ. আর. নুরানী একাডেমীতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ....

হরিণাকুন্ডুতে দৌলতপুর ইউপির রামচন্দ্রপুর ওয়ার্ডে উপ-নির্বাচন সম্পন্ন

তারেক জাহিদ, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৪নং দৌলতপূর ইউনিয়নের ৫নং রামচন্দ্রপুর ওয়ার্ডে উপ-নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম পুলিশ...

Recent Comments