সিলেটে ‘স্বপ্ন নীড়ে’ ১৬ পরিবার !  

0
175
সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে গৃহহীন ও ভূমিহীন ১৬ পরি-বারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজি পুর নোয়াপাড়া গ্রামে অসহায়দের মাঝে চাবি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
প্রধান অতিথি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীন ও ভূমিহীনদের জন্য এ উদ্যোগ প্রশংসনীয়। যার কারণে অনেক অসহায় পরিবার মাথার গোঁজার ঠাঁই পেয়েছে। এরকম অনেক পরিবার আছে যারা জীবনে ঘর করার মত সামর্থ ছিল না।
আজ তারা প্রধানমন্ত্রীর কল্যাণে পাঁকা ঘর পেয়েছে। ভবিষ্যৎতে ধাপে ধাপে আরও অনেক উদ্যোগ গ্রহণ করা হবে।  বিশেষ অতি থির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল আহমদ, আজমল হোসেন মনি, পৌর আও-য়ামী লীগের সহ-সভাপতি সুমন আলী, ফুলবাড়ি ইউনিয়ন আও-য়ামী লীগের সহসভাপতি মখতার আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, সদস্য হাজী মাহমদ আলী, সাবেক সহসভাপতি আনোয়ার হুসেন সোনা, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আহমদ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক কামাল আহ-মদ, ইউপি সদস্য ইজলাল আহমদ, মো.আবুল কালাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here