Home রাজনীতি টাঙ্গাইল-৫ আসনের এমপি মো. ছানোয়ার হোসেন করোনায় আক্রান্ত !
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদ রায়। তিনি জানান, এমপি ছানোয়ার হোসেন শরীরে হালকা জ্বর অনুভব করছিলেন।
গত শনিবার সকালে তার নমুনা সংগ্রহ করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরে সন্ধ্যায় নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
রামপদ রায় আরও জানান, এমপি ছানোয়ার হোসেন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তবে তার শরীরে জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ দেখা যায়নি এবং শারীরিক অবস্থারও কোনো অবনতি হয়নি।
এদিকে একই দিন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফার শরীরে করোনা পজিটিভ বলে জানা গেছে।