শরীয়তপুরে তিনধাপ ডিমোশন নিয়ে স্বপদে শিবানীর ষ্ট্যান্ড রিলিজ !

0
63

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শিবানী রাণী বনিককে তিনধাপ ডিমোশন দিয়ে স্বপদ স্বাস্থ্য সহকারী হিসেবে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে যোগদান করেছেন রিশাদ জাহান তুলি। শরীয়তপুর সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্রটি জানিয়েছে, শিবানী রাণী বনিক ১৯৯১ সনে বরিশাল থেকে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ প্রাপ্ত হয়। পরে তিনি শরীয়তপুর জেলায় বদলী হয়ে আসেন।

তার পর থেকে অফিস আদেশ নিয়ে (নিজ বেতনে) অফিস সহকারী, হিসাবরক্ষক ও প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে তিনবার পদোন্নতি পেয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে দায়িত্ব নিয়ে বসেন।

স্বাস্থ্য সহকারী থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক হওয়া সম্ভব কিন্তু প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হওয়া নিয়ে সকলকে ভাবিয়ে তোলে।

এক পর্যয়ে মহাপরিচালকের কার্যালয় পর্যন্ত বিষয়টি গড়ায়। মহাপরিচালকের নির্দে-শে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটি।

গত ২৩ মার্চ মহাপরিচালকের কার্যালয় থেকে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে চিঠি আসে। সেই চিঠির আলোকে শিবানী রানী বনিককে ২৮ মার্চ থেকে ষ্ট্যান্ড রিলিজ করে স্বপদে গোসাইরহাট উপজেলায় বদলী করা হয়।

বদলীর বিষয়ে অবগত হতে পেরে শিবানী ২৭ মার্চ থেকে মেডিকেল ছুটি নিয়ে অফিস বন্ধ করে চলে যায়। প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে যোগদান করেও অফিসে বসতে পারেনি রিশাদ জাহান তুলি।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জামাল হোসেন জানায়, স্বাস্থ্য সহকারী শিবানী রানী বনিকের বদলী চিঠি পেয়ে তাকে ফোন করি। প্রথমে যোগদান করবে বলেও যোগদান করেনি।

আজ আবার ফোন করি, তখন চাকরি করবেনা বলে জানিয়েছে শিবানী। নতুন ও পুরাতন কর্মস্থলে শিবানী রানী বনিককে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। ৬ বার কল করেও তার পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

এই বিষয়ে সদর উপ-জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্বাস্থ্য বিভাগে জনবল সংকট ছিল তখন টাইপ জানা কর্মচারীদের অফিসের কাজে দায়িত্ব দেওয়া হতো।

সেই সুযোগে শিবানী তিনটি পদোন্নতি নিয়ে নেয়। ডিজি অফিস থেকে তদন্ত করে তাকে স্বপদে ফিরিয়ে গোসাইরহাট উপজেলায় বদলী করা হয়েছে।

গত ২৭ মার্চ থেকে সে মেডিকেল ছুটিতে রয়েছে। নতুন প্রধান সহকারী কাম হিসাব রক্ষক যোগদান করেছেন। তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য শিবানীকে চিঠি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here