শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপদ সীমার ২ সে: মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত।
আজ ১৭ জুন শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজে দুপুর ১২টায় নদীর পানি বিপদসীমার ২ সে:মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া সহ জেলার ১২ টি ইউনিয়নে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পানি পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, ভারী বৃস্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি দুপুর ১২টায় বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা মোকাবেলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।