তিস্তা ব্যারাজ থেকে যুবকের বিভৎস লাশ উদ্ধার !

0
134
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা থেকে আজাহারুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ওই ব্যারাজের ১৩ নং গেটস্থ তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করে দোয়ানী ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানায়, পার্শ্ববর্তী ডিমলা উপজেলা গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার এলাকার আতিয়ার রহমানের ছেলে আজাহারুল ইসলাম গত রোববার তিন বন্ধুসহ তিস্তা নদীতে সাঁতরে দিয়ে মাছ ধরতে যাচ্ছিল। দুই বন্ধু সাঁতর দিয়ে কিনারায় উঠতে পারলেও আজাহারুল মাঝ নদীতে প্রবল স্রোতে ডুবে যায়।
ঘটনার তিনদিন পর মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যারাজের ১৩ নং গেটে বিভৎস একটি লাশ আটকে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here