তিয়াসা !

0
195

যমুনার এখন ভরা মৌসুম
নিত্য ডাকে বান,
চন্দ্র-পাক্ষিক আর্কষনে
মত্ত মিলনে ম্লান।।

পাড় ভেঙ্গে তার ধার ছুঁটেছে
অগাত পানির জল,
হাতরিয়ে, আমি স্বপ্ন  বিলাই
স্রোতের প্রতিকূল।।

গায়ে আমার নেংটি আটা
প্রাণের আকুতি যত,
দারুন স্রোতের করাল গ্রাসে
অঙ্গহানী-ক্ষত।।

নদীর পাড়ে মধুর মেলা
ভদ্রজনা কত,
দিক-ইশারা, আমার প্রাণে
হাসছে অবিরত।।

অভাগী আমি- লজ্জাহীনা
যমুনার স্রোত ধরে,
বন্ধুর, দেশে যাব- আশা
ঢেউ এর সারি চরে।।

বন্ধু আমার রঙ্গিলা ভাও
রঙ্গ সবার সনে,
সে, আমারে ভাসিঁয়ে-ডুবায়
আশার স্রোত-বানে।।

তবু, আমার ভাসতে সখ
সখি- নগ্ন যমুনায়,
তপ্ত জ্বালার- দারুন খড়ায়
তিয়াস মিটে নাই।।

মোহাম্মদ নজরুল ইসলাম, সম্পাদক-বাংলাটপনিউজ২৪.কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here