ভালবাসাই সার্বজনীন !

0
184

I forget my kingdom With beloved my queen For a cup of win’ ভালবাসা রাজ্যে সর্বশ্রেষ্ঠ এই উক্তিটি আজ, অ-সার তত্ত্বে পদ-ধূলিত। ভালবাসার সর্ম্পক আজ খোলসযুক্ত চিনুকের অ-দেখা মুক্তার অন্বেষায় ঘুরপাক খাচ্ছে। অথচ জীবন চলার পথে ‘ভালবাসা শব্দটি  সমগ্র সৃষ্টি জগতকে দারুন ভাবে প্রভাবিত করে; এবং আজীবন করবে।  

সর্বকালের শ্রেষ্ঠ জ্ঞানী সক্রেটিস বলেছেন ‘জীবনমাপার মাপকাটি হল ‘ভালবাসা বা মানবিক মূল্যবোধ। যা একমাত্র মানুষের মধ্যেই উজ্বল। আর এই কারণেই মানূষ সমগ্র সৃষ্টিকূলের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে বিবেচ্য।

যুগের বৈরিতায় বতর্মানে অমানবিক বা অনৈতিক ভালবাসা ক্রমেই দানবীয় রুপ ধারন করছে। অর্থ আর লোভ-লালসার কাছে ভালবাসা আজ এক পরাজিত সৈনিক।

সময় ও সুযোগের সন্ধান, বানিজ্যভিত্তিক চিন্তা-চেতনা ও শিক্ষা, অধিক ভোগ-বিলাসীতার মানসিকতার কারণে হৃদয় স্পর্শী ভাব/মানবিকমূল্য বোধ হারিয়ে যেতে বসেছে।

অথচ জন্ম-জীবনের উদ্দেশ্য্য ছিল-ভালবাসা। এখন যুগের-প্রভাব মানুষের ভালবাসার ধরনকে পালটিয়ে দিয়ে মনকে দারুন ভাবে কুলষিত করে চলেছে। ফলে আমাদের পরিবার, সমাজ, এবং রাষ্ট্রের বীভৎস চেহারায় ফুঁটে উঠেছে।

এই বিভৎস্যতায় কবির অমুখ উচ্চারণ- ‘বন্ধু গো যেয়ো ভুলে- প্রভাতে যে হবে বাসি, সন্ধায় রেখোনা সে ফুল তুলে! উপবনে তব ফোঁটে যে গোলাপ- প্রভাতেই তুমি জাগি- জানি তার কাছে যাও, শুধূ তার গন্ধ সুষমা লাগি’।

দুই. এক বিংশ শতাব্দীকে বলা হয় জ্ঞান-বিজ্ঞানের যুগ। যদিও বিজ্ঞান আজ অব্দি সার্বিক সত্য আবিস্কার করতে পারে নাই; তবুও গবেষনায় সিদ্ধহস্ত রয়েছে। বিজ্ঞানের এই চিন্তার সীমা রেখায় হৃদয়ের ‘শুদ্ধ স্পন্দনে আড়ষ্ট।  হৃদয়ত্বতা বর্জিত অবিস্কার অপ-কৌশল মাত্র।

কৌশলীর এই কৌশল অপ-চিন্তায় নিম্মর্জ্জিত হলেই আবিস্কার  হয়ে যায়- অভিশপ্ত। বিজ্ঞানের সাথে মানবিক মূল্যবোধের সমুন্বয় হলেই- কেবল তা হয়ে উঠে কল্যাণকর।

তাই, সভ্যতা বিকাশের যুগযুগান্তকারী মহাকাব্য ‘মেঘনাথবদ কাব্যে মেঘনাথের জীবন যুদ্ধ দ্বারা কবি মাইকেল মধুসুদন দত্ত তা অকুন্ঠ ভাবে তুলে ধরেছেন।

যুগ-বিভাজনে‘মানুষ এখন সত্য বা মানবিক মূল্যবোধ/ভালবাসাকে কেঁটে -ছেটে এক প্রলেপযুক্ত সত্যের আলোতে মুখ দেখছে এবং ক্ষণীক সফলতায় বিভোর রয়েছে; যা ভোগ-বিলাশের জন্য সাময়িক শান্তি দিলেও ফলাফলে অ-সত্যকে উষ্কে দিচ্ছে যা এক ভয়াবহ সামাজিক অশান্তি সৃষ্টিতে প্রবৃত্ত রয়েছে।

ঠিক যেন- ‘যুধিষ্ঠিরের সম্মুখে রনে পড়িল সব্য-সাচী, ঐ-হের দুর; কৌরব সেনা উল্লাঁসে উঠে নাচি’।

মন্তব্যঃ আজ, মানুষ/ভালবাসা, জ্ঞান-অন্বেষা, শিক্ষা-অধ্যাবসায়, গবেষণা-ফলাফল প্রভৃতি মানুষ ও মনুষ্যত্বের উপর অসম্পূর্ণ প্রশ্ন রাখছে যা ভালবাসার আসলত্ব আবিস্কারে খেঁই হাঁরিয়ে ফেলছে।

জীবনকে ভোগ করার অ-মানবিক চিন্তায় প্রত্যেকটি মানুষই; তার মতামতকে চরম ভাবে উপস্থাপন করছে যা দেশ ও সমাজের জন্য বিপর্যয় ডেকে আনছে।

এর ফলশ্রু“তিতে ভালবাসা হারিয়ে যাচ্ছে অমানবিক কালো- ছাঁয়ার অতল গহব্বরে। আমরা দীন-দরিদ্র পথ-পাখী, ভালবাসার কাঙ্গাল। দেশ, জাতি ও মানুষের এহেন অবস্থায়, ভালবাসাই হোক একমাত্র অবলম্বন; এটিই সার্বজনীন কাম্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here