চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আদিবাসী সাঁওতাল মহিলা দ্রৌপদী মুরমু ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে আদিবাসী সম্প্রদায়।
মঙ্গলবার বেলা ১১টায় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ বর্ণিল সাজে সেজে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড়ে জমায়েত হয়ে আনন্দ শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদিবাসী নৃত্য ও সমাবেশের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, প্রভাত টুডু, কর্ণেলিউস মুর্মু, রুমালী হাসদা প্রমূখ।
এসময় বক্তাগণ, আদিবাসী সাঁওতাল মহিলা দ্রৌপদি মুরমুকে অভিনন্দন জানিয়ে আদিবাসী সম্প্রদায়কে বিশ্বে তুলে ধারার আহবান জানান। আনন্দ শোভাযাত্রায় জেলার বিভিন্নস্থানের শত শত আদিবাসী নারী-পুরুষ অংশ নেয়।