চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র হাতে হেরোইনসহ আটক ২ !

0
164
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকা থেকে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা।
সোমবার সকালে চালানো এই অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ আটক হয়, আলীনগরের মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) ও মোঃ আমির আলী (২৮)। এসময় মাদক বিক্রির ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি দল চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার পৌর এলাকার আলীনগর থেকে ৫০ গ্রাম হেরোইন ও মাদকদ্রব্য বিক্রির ১০ হাজার টাকাসহ মাদক ব্যব-সায়ী মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আমির আলীকে হাতেনাতে গ্রেফতার করে।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here