নিজস্ব প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনার ভ্যাক-সিন নিয়ে ভোগান্তি হওয়ায় ভ্যাকসিন গ্রহীতাদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। করোনার টীকা কেন্দ্রগুলোতে বাড়ছে ভীড়।
বুথ সংখ্যা বাড়িয়ে ৪টি করার পরও প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসা টীকা গ্রহীতাদের দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে মহিলা ও বৃদ্ধরা পড়ছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে।
বৃহস্পতিবার সকালে রাবেয়া খাতুন নামে এক বৃদ্ধা বুথের সামনে ১ ঘন্টা বসে থাকার পরও টীকা পাচ্ছেননা। এনিয়ে অনেকে সিরিয়াল ভেঙ্গে টিকা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, টীকাদান কেন্দ্রগুলোতে মাস্ক নিশ্চিত না হওয়ায় এ নিয়ে অনেকে আশংকা প্রকাশ করেছেন। এব্যাপারে জেলা সিভিল সার্জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজশাহীতে একটি কর্মশালায় যুক্ত থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, জেলার সর্ববৃহৎ উপজেলা শিবগঞ্জ হওয়ায় এবং প্রতিদিন প্রায় ৫ হাজার টীকা দেয়ার পরও অবস্থার উন্নতী না হওয়ায় অনেকটা তারা অসহায়।