রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

জুতা পরে মসজিদে গিয়ে কটাক্ষের মুখে সোনাক্ষী

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১০ সময় দেখুন

বিয়ে হওয়ার পর থেকেই নানা কারণে সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী জাহির ইকবাল। এবার নতুন করে বিতর্কে জড়ালেন এই দম্পতি—সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থিত ঐতিহাসিক শেখ জায়েদ মসজিদের সামনে তোলা কিছু ছবি ঘিরে।

সম্প্রতি সোনাক্ষী ও জাহির এই মসজিদ পরিদর্শনে যান এবং নিজেদের সফরের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তবে ছবি গুলোর একটিতে দেখা যায়, তারা দু’জনেই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন। ছবিটি প্রকাশ হতেই শুরু হয় তীব্র সমালোচনা।

নেটিজেনদের অনেকেই সেই ছবিটি আলাদাভাবে শেয়ার করে সোনাক্ষী-জাহির দম্পতির ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে কড়া ভাষায় সমালোচনা করেন। কেউ কেউ মন্তব্য করেন—“এটা অসম্মানজনক”, “পবিত্র স্থানে জুতো পায়ে কেন? এমন নানা তীর্যক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স।

বিতর্ক যখন চরমে, তখনই মুখ খোলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এক পোস্টে তিনি সমালোচকদের উদ্দেশে লেখেন, আপনারা দয়া করে ভালো করে দেখুন। আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম। মসজিদের মূল ভবনের ভেতরে জুতো পায়ে যাইনি।

তিনি আরও লেখেন, মসজিদের ভেতরে প্রবেশ করার আগেই নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখেছিলাম আমরা। এটুকু বোধ আমাদের আছে। এবার আপনারা থামুন। নিজের কাজে মন দিন।”

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD