শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান

Reporter Name
  • আপডেটের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ সময় দেখুন

শরীয়তপুর প্রতিনিধি ঃ সুনির্দিষ্ট ২০টি অভিযোগের ভিত্তিতে শরীয়তপুর জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে মাদারীপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে শরীয়তপুর জেলা পরিষদের ব্যাপক অনিয়ম পাওয়া গেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এই অনিয়মের সাথে সরাসরি জড়িত রয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, প্রশাসনিক কর্মকর্তা নুর হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য কামরুজ্জামান উজ্জল, আসমা আক্তার, শাখাওয়াত হোসেন মোল্যা ও সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আলম মামুন। অভিযানকালে উপসহকারী পরিচালক সাইদুর রহমানসহ দুদকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দুদকের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, শরীয়তপুর জেলা পরিষদের দুর্নীতি ও অনিয়মের প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। সেখান থেকে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিশেষ করে ডাকবাংলো ভবন নির্মাণ, যাত্রি ছাউনি নির্মাণ, খাদ্য সামগ্রী ক্রয়, শেখ মজিবুর রহমান এর ম্যুরাল নির্মাণ, জেলা পরিষদের ফুল গাছের জন্য বরাদ্দ, বাউন্ডারী ওয়াল নির্মাণ সহ বিভিন্ন অর্থ বছরে সরকারী বরাদ্দ ব্যয়ে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে।

সখিপুর থানায় ডাক বাংলো ভবন নির্মাণের জন্য প্রথমে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেখানে কোন কাজ হয়নি। পুনরায় ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কোন প্রক্রিয়ায় তা দেওয়া হয়েছে তাও খতিয়ে দেখা হবে। অনিয়ম বেশী হয়েছে নড়িয়া, সখিপুর ও ভেদরগঞ্জে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD