সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

মানিকগঞ্জে প্রশাসনে স্বচ্ছতায় নিয়োগ পেলেন ২২ কর্মচারী

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৬ সময় দেখুন

মানিকগঞ্জ জেলা  ও উপজেলা প্রশাসনে শূন্যপদে স্বচ্ছতার ভিত্তিতে  নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ পেলেন ২০ তম গ্রেডের ২২ কর্মচারী। সোমবার (১৯ মে) বিভাগীয় কমিশনারের একান্ত সদস্য সচিব মো.আল মামুনের স্বাক্ষরিত পত্রে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও সহকারী বাবুর্চি শূন্য পদে নিয়োগের জন্য গত ১৬ মে অংশগ্রহণকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরদিন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পর উপরোক্ত পদে নিয়োগের জন্য ২২ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়। বিভাগীয় কমিশনারের একান্ত সদস্য সচিব ওই পত্রে জেলা প্রশাসক মানিকগঞ্জকে অনতিবিলম্বে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করার কথাও বলা হয়।

নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত সাটুরিয়া উপজেলার জাকির হোসেন ও মানিকগঞ্জ সদর উপজেলার হৃদয় হাসান বলেন, সরকারি ফির বাইরে আমাদের কোন টাকা পয়সা খরচ হয়নি। এ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোন প্রকার ঘুষ-দুর্নীতি সুযোগ ছিল না বলেও তারা জানান।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, সরকারি নিয়োগ বিধি অনুসরণ করে যোগ্যদের চূড়ান্ত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD