সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০২ সময় দেখুন

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে শেরপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার বিকালে শেরপুরের সাব-রেজিস্টার অফিস থেকে তাদের আটক করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাদের শেরপুর সদর থানায় নিয়ে যায়। শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর জেলা শহরের নিউ মার্কেট এলাকার সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাদের আটক করে ছাত্র-জনতা।

এরপর তারা স্ত্রীসহ আটক সাবেক ভূমিমন্ত্রীকে পুলিশে সোপর্দ করেন। এদিকে আটকদের শাস্তির দাবিতে ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

প্রসঙ্গত, হীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। এরপর ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন।

২০০৯ সালে হাসিনা দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করলে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করলে মহাজোটের শরীক জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

১ মার্চ দশম সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও পরে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলীয় নির্দেশে তা প্রত্যাহার করে নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD