সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

র‌্যাবের অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২ আসামী গ্রেফতার

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০৩ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা এবং সদর কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২ জন আসামী গ্রেফতার হয়েছে।

র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ সিপিসি- ১,চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, রাজশাহী এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় ১০ নম্বর পলাতক আসামী মোঃ সিয়াম আলী(২০), পিতা-মোঃ খাইরুল ইসলাম, সাং-সুবইল, থানা-গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ’কে ২২ জুন ২০২৫ ইং তারিখ ১৫:৩০ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় এলাকা হতে গ্রেফতার করে।

একই ঘটনায় র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সদর কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে এজাহারনামীয় ৮ নম্বর পলাতক আসামী মো: আরজেদ আলী @ টুনু (৫৫), পিতা-মৃত রুস্তম আলী, সাং-সুবইল, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ২২ জুন ২০২৫ বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার দবিরগঞ্জ বাজার হতে গ্রেফতার করে।

ঘটনা সূত্রে জানা যায়, ৯ জুন/২৫ সময় অনুমান ১০.০০ ঘটিকার সময় এজাহারনামীয় আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে গোমস্তাপুর থানার পার্বতীপুর ইউপিস্থ সুবইল গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বে বাদিনীর চাচাতো ভাই মোঃ নাহিদ আলীর বসতবাড়ীর ভিতরে ও বাহির আঙ্গিনায় প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে বাদিনীর বাবা মোহা: আব্দুল বাশেদ আলী’কে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর স্বজোরে আঘাত করে।

আঘাতে ভিকটিমের মাথার মাঝখানে লেগে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে এলোপাথারী মারপিট করে মৃত্যু নিশ্চিত করে। এ সময় এজাহারনামীয় অন্যান্য আসামীগণের মারপিটের ফলে বাদীর চাচী ও চাচাতো ভাই আহত হয়।

উক্ত ঘটনায় ভিকটিম মৃত আব্দুল বাশেদ আলীর মেয়ে বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD