মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ।
বুধবার সকাল ১১ টার দিকে ধানকোড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে মানিকগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়। আব্দুর রউফ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ধানকোড়া ইউনিয়নের মৃত আব্দুস সামাদ চেয়ারম্যানের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জে মমতাজ চক্ষু হাসপাতালের সামনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের হামলার পর চলতি বছরের ৬ জানুয়ারি কিরণ মিয়া বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্ল্যাহ জানান, গত ৬ জানুয়ারি সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আব্দুর রউফকে আদালতে পাঠানো হয়েছে।