সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯৮ সময় দেখুন

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

আদালতে দুর্জয়ের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে দুর্জয়ের আইনজীবী তার জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

এর আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ দুপুরে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

তিনি বলেন, দুর্জয়ের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় (১৯০৮) সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের আওতায় মামলাটি দায়ের করেন মো. সাদিকুল ইসলাম রাব্বি। মামলায় আরো একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এদিকে, সকাল থেকেই আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা দুর্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD