রবিবার, ০২ মার্চ ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে লংমার্চ ও জেয়াফত

আশরাফুল ইসলাম রঞ্জু
  • আপডেটের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ও ফারাক্কার নায্য পানির হিস্যার দাবীতে লংমার্চ ও সামাজিক জেয়াফত অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল থেকে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সরকারি মডেল হাই স্কুলে জেয়াফত উপলক্ষে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়।

দিনব্যাপী সেখানে নানা আয়োজন করা হয় বাংলাদেশের জনগণ’র ব্যানারে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশের জনগণ’র ব্যানারে প্রায় ৫ শতাধীক সদস্য লংমার্চ করে বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে এসে পৌঁছায়।

বাংলাদেশের জনগণ’ নামের একটি সংগঠন এই লংমার্চ ও সামাজিক জেয়াফতের আয়োজন করে। এই সময় লংমার্চ ও সামাজিক জেয়াফতে অংশগ্রহণকারীরা ‘কাঁটা তারের ফেলানী-আমরা তোমাকে ভুলিনি’, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগন, সীমান্তে হত্যা বন্ধ করো করতে হবে, বেশী করে গরু খান আগ্রাসন রুখে দেন, দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা, ভারতের দালালেরা হুশিয়ার সাবধানসহ নানান ধরনের শ্লোগান দিতে থাকে।

জেয়াফতে অংশহণ করতে আসা বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ সীমান্তের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ৫, ৬ ও ১৮ জানুয়ারি কালিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা আগ্রাসন চালিয়েছিল। এই আগ্রাসন বিরোধী কার্যক্রম স্থানীয়রা প্রতিহত করেছিল।

আর যারা এই ভারতীয় আগ্রাসন প্রতিহত কার্যক্রমে অংশগ্রহণ করে ছিলেন তাদের জন্য এখানে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেজন্য আমরা এখানে এসেছি এবং আমাদের এই প্রোগ্রামে এসে ভালো লাগছে কারণ আমাদেরকে উৎসাহিত এবং উজ্জীবিত করার জন্য এ প্রোগ্রামটি আয়োজন করা হয়।

আমজনতা পার্টির সদস্য সচিব পরিচয়দানকারী তারেক রহমান বলেন, বগুড়াতে হিন্দু রাজার নিপড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিল। আর এই জিয়াফতটা অনেক আগে থেকে প্রচলিত ছিল। ভারত তার গরু রাজ-নীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ও মুসলমানকে নিপিড়ীত করে। তার
প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম।  আমাদের কার্যক্রম হিসেবে গরু জবাই হয়, এরপর আলোচনা এবং নাগরিকদের সাথে কথা বলা হয়।

এছাড়া সীমান্তে যারা যারা নিহত হয়েছিল তাদের নামে আজকে সন্ধ্যার দিকে ফানুস উড়াবো। শহীদদের সম্মানে তার নাম লেখা ফানুস আকাশে উড়িয়ে দেয়া হবে। বাংলাদেশ জনগণ ব্যানারের মুখপাত্র মোঃ মোস্তাফি জুর রহমান, বাংলাদেশ জনগণ ব্যানারের রাজশাহী সমন্বয়ক রুহুল কুদ্দুস মীর ওরফে ফরহাদ আলী, বাংলাদেশ জনগণ ব্যানারের শিবগঞ্জ সমন্বয়ক মোঃ মামুনুর রশিদ, শিবগঞ্জ ছাত্র আন্দোলন সমন্বয়ক মোঃ আল বাশরী সোহান, মোঃ তন্ময়, গণআধিকার পরিষদ নেতা ফারুক আহমেদ ও আমজনতা পার্টির সদস্য সচিব তারেক আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজশাহী ও চাঁপাই নবাব গঞ্জের কয়েকজন হেফাজত নেতা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD