মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভান্ডারীপাড়ায় সরকারি জমিতে ভবন নির্মাণের অপরাধে তপন বসাক (৪০) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। তপন বসাক ধামরাই উপজেলার বাউখণ্ড গ্রামের রেবতী মোহন বসাকের ছেলে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত এই রায় দেয়। সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালোনা করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাটুরিয়ার ভান্ডারীপাড়া কালী মন্দিরের পেছনে ৪৭৯ নম্বর দাগে তপন বসাক ভবন নির্মাণের কাজ শুরু করেন। ওই দাগে ১৬ শতাংশ জায়গা সরকারি খাস সম্পত্তি। বছরখানেক আগে উপজেলা ভূমি অফিস থেকে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে নির্মাণাধীন ভূমিতে সরকারি সাইনবোর্ড লাগিয়ে দেয়। সেই সাইনবোর্ড সড়িয়ে ফেলে তপন বসাক বাড়ির নির্মাণকাজ শুরু করেন।
এ ব্যাপারে, সাটুরিয়া ইউনিয়ন তহশিলদার মোশাররফ হোসেন বলেন, আমি নিজে এসে তপন বসাককে গৃহ নির্মাণে বাধা দেওয়ার পরও সে নির্মাণ কাজ চালিয়ে যান। পরে আমি সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করি।
সহকারী কমিশনারকে (ভূমি) তানভীর আহমেদ বলেন, সরকারি জমিতে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। ভবনের যতটুকু সরকারি জমিতে পড়েছে তাৎক্ষণিক ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তপন বসাকের অপরাধের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়েছে।