মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ঐতিহাসিক বাজার ‘সাটুরিয়া বাজার’। এখানে ব্যবসায়ীরা নিয়ম-নীতি মেনে ব্যবসা করে আসছে কয়েক যুগ ধরে। তাদের শৃংঙ্খলা ও আদর্শিক বাজার ব্যবস্থাপনার কারণে সাটুরিয়া বাজারের সুনাম রয়েছে সারা দেশজুড়ে।
এই বাজারে অত্র উপজেলাসহ, আশেপাশের কয়েক থানার ব্যবসায়ীরা নিশ্চিন্ত মনে বাজার ও সাপ্তাহিক হাটে করে থাকেন। বিগত কয়েক বছর ধরে কতিপয় স্বার্থন্বেষী দোকানীর কারণে বাজারের স্থায়ী ব্যবসায়ীরা নানান বিপাকের সম্মূখীন।
এই সকল স্বার্থন্বেষী মহল ক্ষমতার দাপট দেখিয়ে যত্র-তত্র ভাসমান ও আস্থায়ী দোকান বসিয়ে সাটুরিয়া বাজারে গড়-পড়তা ব্যবসা শুরু করেছে। যার ফলে স্থায়ী ব্যবসায়িরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এমন পরিস্থিতি মোকাবেলার করায় ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে ভাসমান ও আস্থায়ী দোকান বন্ধ এবং যত্র-যত্র দোকান বসানোর প্রতিকারে মানবন্ধন ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারক লিপি প্রদান করেছে।