চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পা কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দশটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা কলোনী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন এবং “আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী-শুভেচ্ছা-স্বাগমত, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” শ্লোগান দিয়ে আওয়ামীলী গের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ উল্লাস করার সময় গোপন সংবাদে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
আওয়ামীলীগের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনার পরও আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ উল্লাস করা করায় তদন্তাধিন পূর্বের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পা কে বলে বুধবার বিকেলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান।