চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের মোঃ সিদ্দিক আলীর ছেলে মোঃ আরফাজুল (৫০) এবং আরফাজুলের স্ত্রী মোসাঃ
গাজলী বেগম (৪৫)।
মামলা হবার ১২ দিনের মধ্যে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, র্যাব-৫ এর যৌথ অভিযানে শিবগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় পলাতক এই ২ জন আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার শাহমখদুম আবাসিক এলাকা থেকে।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে, মামলা রুজু হওয়ার ১৫ দিনের মধ্যে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি বগুড়া র্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক এক আসামী গ্রেফতার হয়। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলায় গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামের মো: এসলাম @ ঝাঁটু’র ছেলে মো: মেসবাউল হক (৩৫)কে গ্রেফতার করা হয়।
২৫ জুন ২টার দিকে বগুড়া জেলা সদর থানাধীন কমলপুর ছয়ঘড়িয়া মারকাজুর উলুম হাফেজিয়া ক্বওমী মাদরাসা হতে মেসবাউলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও আরেক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হায়াত মোড় থেকে ওয়ারেন্টভুক্ত সাজপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক টিম ২৫ জুন রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হায়াত মোড় এলাকা থেকে দেড় বছর কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ তাজেল (৩৭) কে গ্রেফতার করে। তাজেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মোঃ জোহাক আলীর ছেলে। জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০২০ সালে নওগাঁ জেলার পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়।
মামলার রুজু হওয়ার পর থেকে আসামী তাজেল পলাতক থাকে। পরবর্তীতে উক্ত আসামীকে বিজ্ঞ আদালত সাজা প্রদান করে তার নামে সাজা ওয়ারেন্ট ইস্যু করেন। প্রেক্ষিতে র্যাব-৫ এর আভিযানিক দল তাজেল কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।