সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জে পর্দাশীল নারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন !

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বিগত ১৬ বছর যাবৎ পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।  বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্দানশীল নারী সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।

এর আগে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরে বিক্ষোভ মিছিল করে পর্দানশীল নারীরা। পরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ করে।

‘বৈষম্যহীন বাংলায় পর্দানশীল নারীদের সাথে বৈষম্য কেন’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন পর্দানশীল নারী সমাজের নেতৃবৃন্দ মুসাম্মদ তৌফিয়া খাতুন, আহমদ নুরজাহান মতি, মাখসুদা খাতুন, সাহেরা খাতুনসহ অন্যরা।

এসময় বক্তারা ১৬ বছর যাবৎ পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখার প্রতিবাদ জানান এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানান। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নারীদের সম্মানের সাথে নাগরিকত্ব দেয়ার জোর দাবীও জানান বক্তারা।পর্দানশীল নারীদের চেহারা নয়, ফিঙ্গার প্রিন্টের ম্যাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবি জানান।

বক্তারা ফিঙ্গার প্রিন্টের ম্যাধ্যমে পর্দনশীল নারীদের পরিচয় যাচাইয়ের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। শেষে নির্বাজন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন নারী নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বছর ধরে যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।

পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে
অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করতে হবে। বক্তারা আরও বলেন, সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে।

এছাড়া পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় নারীদের নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানান। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে জেলার বিভিন্ন স্থানের শত শত পর্দানশীল নারীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD