মানিকগঞ্জের সাটুরিয়ায় সরিষা তুলতে গিয়ে বজ্রপাতে জাহিদ (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (ফেব্রুয়ারি) তিল্লী আয়নাপুর গ্রামের এই ঘটনা ঘটে। এ সময় তার জমজ ভাই জাকির (২৪) হোসেন গুরুতর আহত হন। জাহিদ ও জাকির উভয়েই আয়নাপুর গ্রামের সাহাজ উদ্দিনের জমজ সন্তান ।
পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদ ও জাকির উভয়ে বাড়ির উত্তর পাশে তুলা সরিষা আনতে যায়। এ সময় বজ্রপাতে আঘাতে বড় ভাই জাহিদের তাৎক্ষণিক মৃত্যু হয় এবং ছোট ভাই জাকির গুরুত্বর আহত হয়। পরে জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে আকাশ কালো করে মেঘ আসার পূর্ব মুহূর্তে তড়িঘড়ি করে কাঁটা সরিষা আনতে যায় দুই ভাই। ঝড়ো হাওয়ায় সরিষার আঁটি বাঁধতে দেরি হয়। এমন সময় হঠাৎ একটি বজ্রপাত জাহিদের গায়ে পড়লে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। জাকির ছিটকে উত্তর পাশে পড়ে যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।