মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

বাংলাদেশে কি এখনো আওয়ামীলীগের জুলুম চলবে? -ডাঃ শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭ সময় দেখুন

শরীয়তপুর প্রতনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভেদরগঞ্জ উপ-জেলা চত্বরে উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামী আয়োজিত পথসভায় সরকারের কাছে প্রশ্ন রেখে বলেছেন, বাংলাদেশে কি এখনো আওয়ামীলীগের জুলুম চলবে? আমাদের কলিজার টুকরা শীর্ষ নেতাদের একে একে কেড়ে নেওয়া হয়েছে।

এখনো জুলুম নির্যাতনে শিকার এটিএম আজহারুল ইসলাম যখন গ্রেফ-তার হয় তখন তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ছিলেন। মিথ্যা মামলায় যার উপর আওয়ামীলীগ জুলুম করলো। এখনো কি সেই জুলুম চালু থাকবে? আমি ঘোষনা করেছি আজহার ভাইকে ভিতরে রেখে আমি বাইরে থাকতে চাই না তিনি আরো বলেন, উন্নয়নের নামে বাটপারি ও ধোকাবাজি থেকে জাতিকে মুক্তি দিতে হলে আমাদের উন্নত আদর্শবান ও সৎ চরিত্রবান হতে হবে।

যারা দেশটাকে আমার আমার বলে তারা শুধু উন্নয়নের নামে লুটপাট করেছে। দেশের বাইরে কানাডাসহ বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরী করেছে। তখন ১০ টাকার বাজেটে ১০০ টাকা ব্যয় দেখিয়েছে। আবার সময় বাড়িয়ে ব্যয়ও বাড়িয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অতিতে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পর্কে আমি কিছুই বলবোনা। তারা ভালো করলে ভালো, আর মন্দ করলে মন্দ।

দেশের উন্নয়ন হয় জনগণের ট্যাক্সের টাকায় ও বিদেশী ঋণের অর্থে। যার দায় ভিক্ষুক থেকে সদ্য জন্ম নেয়া শিশুর মাথার উপরও বর্তায়। সঠিক উন্নয়ন করার জন্য আপনাদের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন এর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি, এএইচ হামিদুর রহমান আযাদ, শরীয়তপুর-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা আজহারুল ইসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহামুদ হোসেন বকাউল।

সভা শেষে জামায়াতের আমির ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দিতে শহীদ বেলাল এর কবর জিয়ারত, দোয়া এবং তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি হ্যালিকপ্টার যোগে সভাস্থলে আসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD