সাটুরিয়া প্রতিনিধি: প্রেসক্লাব সাটুরিয়া নব গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাটুরিয়া গণ কল্যাণ ট্রাস্ট হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজামান আসাদ অন্যান্য সদস্যদের পরিচিতি তুলে ধরেন । নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের পর প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেসক্লাব সাটুরিয়া ও মানিকগঞ্জ জজকোর্ট (পিপি) এ্যাড. এ এফ এম নুরতাজ আলম (বাহার)। প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে নতুন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিচিতি পর্ব শেষে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সাটুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলী হলেন, প্রধান উপদেষ্টা এ্যাডঃ আ.ফ.ম নুরতাজ আলম (বাহার), উপদেষ্টা এ্যাডঃ শফিকুল ইসলাম।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি: এম নজরুল ইসলাম, সিঃসহ-সভাপতি :সিকদার শামীম আল মামুন, সহ-সভাপতি: মো আজিজুর রহমান,সাধারণ সম্পাদক: মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক: মো সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ: ইঞ্জিনিয়ার মো মাসুদ রানা, দপ্তর সম্পাদক: মোঃ মোহতাসিম বিল্লাহ, প্রচার সম্পাদক: মো. নজরুল ইসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক: মো শাহীন আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য: মো ইউনুছ আলী, মোঃ আক্তার হোসেন মিলন, মো রাশেদুল হক, সদস্য: মো সাঈদুল ইসলাম সাঈদ, মো আরিফুর রহমান অরি, মো. রেজাউল করিম, স্বপন রানা, মো. শরিফুল ইসলাম,মো আমিনুর রহমান।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে পাশে থাকার আহ্বান জানান এবং আগামীর পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন।