চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে অবৈধ(লাইসেন্সবিহীন) ১৬ ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদরউপজেলার বারঘরিয়ায় অভিযান চালিয়ে অবৈধ ভাটা মালিককে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজুয়ানুল ইসলাম।
এসব তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহ-কারি পরিচালক আবু সাঈদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) অমান্য করায় ১৬টি ইট ভাটা মালিককে দুই লাখ করে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরো ৩টি ইটভাটাকে বন্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আবু সাঈদ।
পরিবেশ অধিদপ্তরের অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন। জরিমানাকৃত ভাটাগুলো হচ্ছে, মেসার্স হিনো ব্রিকস, বারোঘরিয়া জামাদারপাড়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মোসার্স নবাব ব্রিকস, লক্ষ্মীপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।
মেসার্স লায়ন ব্রিকস, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ডিয়ার ব্রিকস, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স নাইস ব্রিকস লক্ষীপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ফাইভ স্টার হাওয়া ব্রিকস, লক্ষীপুর, বারেঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।
মেসার্স রোজ ব্রিকস, লক্ষীপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স টাটা ব্রিকস, মহারাজপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাব গঞ্জ। মেসার্স এম, এন, আর ব্রিকস, বোগলাউড়ির মাঠ, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স স্কয়ার ব্রিকস, বোগলাউড়ির মাঠ, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।
মেসার্স বস ব্রিকস, নীলকুঠির মাঠ, রানীহাটি, শিবগঞ্জ, চাঁপাইনবাব গঞ্জ। মেসার্স মম ব্রিকস, আমানির মাঠ, বারোঘরিয়া, সদর, চাঁপাই নবাবগঞ্জ। মেসার্স গ্রীন ব্রিকস, বেতবাড়িয়া, বারোঘরিয়া, সদয়, চাঁপাইনবাবগঞ্জ।
মেসার্স মুন ব্রিকস, নীলকুঠির মাঠ, বারোথরিয়া, সদর, চাঁপাইনবাব গঞ্জ। মেসার্স সান ব্রিকস, জলকর বাঁশবাড়িয়া, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ম্যাক্স ব্রিকস, বেতবাড়িয়া, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু সাঈদ জানান, পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, র্যাব-৫ এর সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারঘরিয়ায় অবস্থিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) জনাব মোঃ রেজওয়ান-উল- ইসলাম, পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, সদর দপ্তর, ঢাকা। এসময় চাঁপাইনবাবগঞ্জে অবৈধ (লাইসেন্সবিহীন) ১৬ ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ ভাটা মালিককে জরিমানা করা হয়। মোট ১৬টি অবৈধ ভাটার প্রত্যেক মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৩২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যা-লয়ের কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু সাঈদ।