একটি ট্রলিব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার করা হয়েছিল দুই দিন আগে। এরপরই তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সংবাদমাধ্যম বলছে, গত শুক্রবার হরিয়ানা রাজ্যের রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ের পাশ থেকে একটি ট্রলিব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার হয়। তারপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনার দুদিন পরে অবশেষে এক অভিযুক্ত গ্রেপ্তার করা হলো।
সোমবার হরিয়ানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার গভীর রাতে দিল্লি থেকে দু’জন যুবককে আটক করে হরিয়ানার রোহতকে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে জিজ্ঞাসাবাদ করার পর একজনকে গ্রেপ্তার করা হয় আর অপরজনকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল। হিমানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই যুবককে ব্ল্যাকমেইল করে কয়েক লাখ রুপি নিয়েছিলেন। সেই রাগেই ওই কংগ্রেস নেত্রীকে খুন করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে যে ট্রলিব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার উদ্ধার হয়, সেটি কংগ্রেস নেত্রীর বাড়ি থেকেই নেওয়া হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। এই সূত্রেই তদন্তকারীদের অনুমান, হিমানীকে তার নিজের বাড়িতেই খুন করা হয়েছে।