রাজশাহী নগরের ছোট বনগ্রাম এলাকায় বারো রাস্তার মোড়ে আবার সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা একটার দিকে ও বিকেলে ওই মোড়ে পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। বেলা একটার দিকে হওয়া সড়ক দুর্ঘটনায় কেউ আহত না হলেও একটি প্রাইভেট কারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেল চারটার দিকে হওয়া সড়ক দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে মোটরসাইকেলচালক রিকশাচালককে মেরে রক্তাক্ত করেছেন।