শরীয়তপুর প্রতিনিধি ঃ ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়ন বিএনপি নেতা কবির সরদারের নেতৃত্বে ফসলি জমি দখল করে চলছে মাছ চাষের ঘের খনন। এমন অভিযোগে শরীয়তপুর জেলা প্রশাসক, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কৃষক স্বপন বেপারী, কৃষ্ণ চন্দ্র মন্ডল, প্রকাশ মন্ডল, বাদশা সরদার, যতীন্দ্র ঢাকী, নান্টু ঢাকী, মন্টু ঢাকী ও চঞ্চল ঢাকী।
স্থানীয়দের অভিযোগ ও ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা যায়, বিগত দিনে ছাত্রলীগ নেতা ও মেম্বার রুহুল আমিন ওঝা দলীয় ক্ষমতা ও প্রভাব দেখিয়ে জোর করে ফসলি জমি নষ্ট করে মাছ চাষের ঘের তৈরী করত। ৫ আগস্টের পর রুহুল আমিন ওঝা ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভা-পতি কবির সরদারের সাথে মিলে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে এই বিএনপি নেতা কবির সরদার জাকির রাড়ি, রুহুল আমিন ওঝা ও ইসাহাকদের সহযোগিতায় স্থানীয় কৃষকদের বাধা উপেক্ষা করে রাত-দিন ফসলি জমি কেটে পুকুর তৈরী করছে।
ভুক্তভোগী কৃষকরা জানায়, আমরা বর্তমান সরকারের আমলে জমি খেকোদের অত্যাচার সহ্য করব না। আমরা ফসলি জমি রক্ষার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
অভিযুক্ত ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির সরদার বলেন, জমিতে মাছের ঘের খননের বিষয়য়ে আমি জানি। দাপ্তরিক কাগজপত্র ও আমি ঠিকঠাক করে দিয়েছি। তবে আমি এর সাথে সরাসরি জড়িত না। ইছাহাক, রুহুল আমিন ও অন্যান্যরা ভেকু দিয়ে পুকুর খনন করে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল অভিযোগ পাওয়ার সত্যতা শিকার করে বলেন, কৃষি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা অভিযান চলমান রেখেছি। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।