শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে উত্তেজনা!

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৬ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয়দের আম গাছ কাটাকে কেন্দ্র করে আবারও উত্তেজনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি-বিএসএফ মোতায়েন করা হয়েছে। সীমান্তে বিএসএফ’র বোমা বিষ্ফোরণে পাঁচ বাংলাদেশী কৃষক আহত হয়েছে।

এঘটনায় বিজিবি-বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাচ্ছে। শেষ খরব পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা ও ৫৯ বিজিবি। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে বাংলাদেশীদের আম গাছ কেটে নষ্ট করছিলোভ। পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসাথে মোকাবিলার চেষ্টা
করে। বিএসএফ বার বার টিয়ারশেল নিক্ষেপ করে উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করে।

স্থানীয়রা জানায়, বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের ভেতরের এলাকার কয়েকটি আম গাছের ডালপালা কেটে ফেলে। পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে যায়। কিরণগঞ্জ সীমান্তে সীমন্তরেখা এলাকায় দু’দেশের গ্রামবাসীরদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সীমান্তে নোমানস ল্যান্ড এলাকায় উত্তেজনার এক পর্যায়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

শনিবার বেলা বারোটার দিকে ঘটনার সূত্রপাত হলেও বেলা ৩ টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। কিরণগঞ্জ সীমান্ত থেকে এ উত্তে-জনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সেই চৌকা সীমান্তেও ছড়িয়ে পড়ে এবং সীমান্ত এলাকার ৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে। অন্যদিকে,বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠি সোটা এবং হাসোয়া নিয়ে সীমান্ত অবস্থান করে। আহতরা হলেন, বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইস-লামের ছেলে রনি, কালিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুকসহ আরও ৩ জন কৃষক। কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করা কালে ভারতীয়দের ছুড়া পাথরে মাথায় গুরুতর আহত হয়।

মিঠুন জানান রনি সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় আর দশজন বাংলাদেশ অনুপ্রবেশ করে রনির উপর আক্রমণ করে এতে রনি আহত হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শিবগঞ্জ থানার
ওসি মো: গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাছকাটা নিয়ে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের বাকবিত-া হয়।

এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ান এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সীমান্ত এলাকা পরিদর্শণ করেছেন এবং বিএসএফ’র সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটেলিয়ান এর উপ অধিনায়ক ইমরুল কায়েস এবং মিডিয়া ইউং লে. মোঃ শামীম।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। গত ৫ জানুয়ারি বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন শুরু করে। বাধার মুখে কাজ বন্ধ রাখার পর আবারও ৭ জানুয়ারি মাটি খনন করে। এ ব্যাপারে বিজিবি তাৎক্ষণিক বাধা দিলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে।

পরে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়। ওই সময় ৫৯ বিজিবির অধিনায়ক ও রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। বিজিবি তাৎক্ষণিক বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক করে। বৈঠক- পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিয়ে নির্মাণকাজ বন্ধ রাখে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD