শরীয়তপুর প্রতিনিধি ॥ জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির অভিযোগে ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
গ্রেফতারকৃতরা একটি সক্রিয় চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা পদ্মানদী দিয়ে চলাচল করা বিভিন্ন নৌ-যানে চাঁদাবাজী করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা পালেরচর ইউনিয়নের হুকুম আলী সরদার কান্দির মফিজ মালের ছেলে আহম্মদ আলী (২০) ও পাশবর্তী রজব আলী সরদার কান্দির দেলোয়ার হোসেন সরদারের ছেলো সুজন সরদার (১৯)।
নৌপুলিশ সূত্র জানায়, জাজিরা উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মালবাহি ও বাল্কহেড জাহাজ থেকে চাঁদা আদায় করে আসছিল একটি চাঁদাবাজ চক্র।
এমন সংবাদে মাঝিরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় দুজনকে গ্রেফতার। চক্রটি ট্রলার যোগে পদ্মার বিভিন্ন পয়েন্টে নৌ-যান থেকে চাঁদা আদায় করছিল।
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আবুল হাসেম বলেন, চাঁদাবাজ চক্র বিভিন্ন নৌ-যান থেকে চাঁদা আদায় করছে এমন অভিযোগে নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কিছু দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।