অনেক হেটেঁছি অচেনা পথে
একটি চাঁদনি রাতে আশায়;
ব্যাকুল চিত্তে দূর আকাশে
সুতোহীন লাটাই হয়ে।।
জোড়া-তালির এই জীবনে
ক্রমাগতই আছাড় খেয়েছি
অঙ্গহীন দৈন্যতায়;
অসমতার স্লোগানে।।
সময়ের সাথে জীবনের অংক
মিলেনি কোন দিন,
আকাঁ-বাকা পথে হেটেছি
এক, যাযাবর বেদুইন হয়ে।।
পল্লব লতা পুরাতন ছেড়ে
জেগে উঠে নতুন কুঁড়ি নিয়ে
আমারও আশা ছিল কিন্তু
হয়ে উঠেনি স্বভাব দোষে ।।
জানি ধব্বংশ হবো না
আবার ফিরে আসবো ভিন্নরুপে,
-মৃত্যুর পথ পেরিয়ে,
হয়তো অচেনাকেই ভালবাসতে।।
সখ্যতা বিহীন অপেক্ষায়
বিরক্তির মাল্য দিতে
দুর্বাসার গলে
জীবন-যাতনার পথ ধরে।।