মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন (০১ দিন ব্যাপী ) পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যুর ঝুঁকি, ভিটামিন এ অভাবজনিত সমস্যা প্রতিরোধে এই’ ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হোসেন বলেন, শিশুর রোগ প্রতিরোধে সারাদেশের মত সাটুরিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইনে সকলের সহযোগিতা কামনা করি।
তিনি আরো বলেন, নির্দিষ্ট বয়সে শিশুরা যেন ভিটামিন এ ক্যাপসুল থেকে বঞ্চিত না হয় সেদিকে সমাজের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তিনি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সাটুরিয়া আয়োজিত অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মামুন উর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো: মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মো: সিরাজ উদ্দিন, প্রেসক্লাব সাটুরিয়ার সাধারণ সম্পাদক আসাদ জামান, দৈনিক সংবাদের প্রতিনিধি মো: ইঞ্জিনিয়ার লুৎফর রহমান সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।