রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

নাবিক আব্দুর রহমান হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৮ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের সন্তান জাহাজে নাবিক মোঃ আব্দুর রহমান এর মৃত্যু রহস্য উদঘাটন, সংশ্লিষ্ট এজেন্সি হক সন্স ম্যানিং এজেন্সি কর্তৃপক্ষ এবং নিহতের ঘটনা নিয়ে টালবাহানাকারী দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নিহত নাবিক আব্দুর রহমানের পরিবার।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকলের উপর অভিযোগের নানান দিক তুলে ধরেন নিহত আব্দুর রহমানের বড় ভাই ও মামলার বাদী মেরিন ইঞ্জিনিয়ার হালিমুর রহমান।

সংবাদ সম্মেলনে জাহাজে নিহত নাবিক মোঃ আব্দুর রহমানের মা মোসাঃ আম্বিয়া খাতুন, স্ত্রী মাহমুদা নুরে নাহরিন, ছোট ভাই আব্দুর রাশেদ, শশুর মরিব হোসেন কাজল শাশুড়ী জান্নাতুল মাওয়া উপস্থিত ছিলেন। এসময় আব্দুর রহমানের এলাকার অনেক মানুষও উপস্থিত হন। নিহত নাবিক আব্দুর রহমান চাঁপাইনবাব গঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের ছোট ছেলে।

লিখিত বক্তব্যে আব্দুর রহমানের বড় ভাই ও মামলার বাদী মেরিন ইঞ্জিনিয়ার হালিমুর রহমান বলেন, সিঙ্গাপুরের জাহাজে বাংলাদেশি নাবিক আব্দুর
রহমানের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকার বিমানবন্দর থানায় অপমৃত্যু মামলা হলেও দুই বছরেও তদন্ত শেষ হয়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার ও একাধিক থানায় ঘুরেও হত্যা মামলা করতে পারেনি নিহতের পরিবার। প্রায় দুই বছর পর হাইকোর্টে রিট করি।

পরে ২০২৪ সালের জুন মাসে হাইকোর্ট বিমানবন্দর থানাকে অভিযোগটিকে এজাহার হিসেবে গণ্য করে হত্যা মামলা হিসেবে তদন্ত করার নির্দেশ দেন। এ মামলায় জাহাজে কর্মরত ছয়জনকে আসামি করা হয়। এয়ারপোর্ট থানা থেকে মামলাটি তদন্তভার যায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে।

তবে আলোচিত এ মামলা নিয়ে তদন্তকারী সংস্থা টালবাহানা করেছেন বলে অভিযোগ করেন হালিমুর রশীদ। হালিমুর রশীদ আরও বলেন, তার ভাই মো. আব্দুর রহমান ২০২১ সালের ৭ই অক্টোবর সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে নাবিক হিসাবে যোগ দেন। হক অ্যান্ড সন্স নামে একটি কোম্পানির মাধ্যমে ওই ট্যাঙ্কার জাহাজে নিয়োগ পান তিনি।

জাহাজটিতে থাকা ২৫ জনের মধ্যে একজন কোরিয়ান নাগরিক ছিলেন। বাকি ২৪ জন ছিলেন বাংলাদেশি। যোগদানের কিছুদিন পরই পরিবারের সদস্যদের আব্দুর রহমান জানান, জাহাজে কয়েকজন সহকর্মীর সাথে তার মনোমালিন্য হয়। ঘটনা টি এক পর্যায়ে ঝগড়া ও হুমকির পর্যায়ে চলে যায়। পরিবারের পরামর্শে তখন জাহাজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন আব্দুর রহমান।

পরবর্তীতে আব্দুর রহমানের মৃত্যুর পর লাশ দেয়া এবং লাশের সুরতহাল করা নিয়ে নানা কৌশল করা হয়। এক পর্যায়ে আব্দুল রহমান জাহাজের গ্যাসে দম বন্ধ হয়ে মারা যাওয়ার কথা বলা হয়। নানা নাটকিয়তার পর ময়নাতদন্তে আব্দুর রহমানের শরীরের অনেক স্থানে জখমের চিহ্ন পাওয়া যাওয়ার কথা বলা হয়।

অন্যদিকে, ময়নাতদন্ত রিপোর্টে কোন বিশক্রীয়ায় আব্দুর রহমানের মৃত্যু হয়নি বলেও জানানো হয়। এছাড়া আব্দুর রহমান মৃত্যুর পর সংশ্লিষ্ট এজেন্সি হক সন্স ম্যানিং এজেন্সি অর্থের প্রলোভন দেখিয়ে বিষয়টি নিয়ে ঝামেলা না করতে এবং সমাধানের জন্য উঠেপড়ে লাগে। একপর্যায়ে নিহত আব্দুর রহমানে স্ত্রীকে ম্যানেজ করার চেষ্টা করে।

কিন্তু তাতেও কোন লাভ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করে সংশ্লিষ্ট এজেন্সি হক সন্স ম্যানিং এজেন্সি কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তর গুলোকেও ম্যানেজ করে মামলা নস্ট করার কৌশল করে চলেছে।  তিনি বলেন, আগের ফ্যাসিবাদের দোসররা যেভাবে মামলাটি দিনের পর দিন ধামাচাপা দিতে বদ্ধপরিকর ছিল, এখনো একই ঘটনা দেখতে পাচ্ছি।

এখনো নিয়মিত একদল আসামিদের পক্ষে গ্রেফতার না করার জন্য চেষ্টা করে আসতে ছেন এবং আসামিরা আগে কোন কিছু তোয়াক্কা না করলেও এখন মামলা থেকে অব্যাহতি নেয়ার জন্য বিভিন্ন উপায়ে অসৎ উদ্দেশ্যে চেষ্টা করে যাচ্ছেন। হালিমুর রশীদ আরও বলেন, নাবিকদের জাহাজে অনেক মৃত্যু ঘটলেও, আসল কারন সবার কাছে অজানায় থেকে যায়।

বাংলাদেশের এই প্রথম মামলাটি সঠিক তদন্তের ও আসামিসহ ব্যাপারটি ধামাচাপা দেয়ার জন্য যারা জড়িত সকলকে গ্রেফতারের জন্য আমি ও আমাদের পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব জন নিরাপত্তা বিভাগ, পুলিশের মহা পরিদর্শক সহ সকলকে এবং মহামান্য আদালতের সু-দৃষ্টি কামনা করছি।

হালিমুর রশীদ, তার ভাই এর হত্যাকান্ডের সাথে জড়িত ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিডিয়াকর্মীদের আন্তরিক সহয়োগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD