ইনকিলাব মঞ্চ মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আগামী ২৫ এপ্রিল শহীদি সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
এর আগে, বাম দলগুলোর গণমিছিল প্রতিহতের ঘোষণা দিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশি বাধার সম্মুখীন হন তারা। বাধা পেয়ে জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে এ ঘোষণা দেন তিনি।
শরিফ ওসমান হাদি বলেন, আমাদের ৫ দফা দাবি এখন দুই দফায় পরিণত হয়েছে। আমাদের দাবি হলো- জুলাই-পিলখানা ও শাপলা চত্বরের বিচার অতি দ্রুত শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে খুনিদের সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
এ দাবিতে আগামী এক মাস আমরা প্রতিদিন লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবো। আমরা মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে আগামী ২৫ এপ্রিল শুক্রবার বিকেল তিনটার শাহবাগে শহীদি সমাবেশ করবো।
এর আগে ‘হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ’ শীর্ষক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দেয় বাম সংগঠনগুলো। গণ-মিছিলের ডাক দেওয়া আন্দোলনকারীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেককে ধরে ধরে আইনের হাতে তুলে দেবেন বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।