মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আাজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার আবু ইসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা, জনাব এ্যাড. জাহিদ হোসেন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়। ছাত্র-জনতার আন্দোলনে দেশেবাসী আরও একবার নতুন বাংলাদেশ গড়ে তোলার সুয়োগ পেয়েছে। এই সুয়োগকে কাজে লাগাতে হবে। আমাদের সবায়কে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। তবেই বাংলাদেশ তার নিদিষ্ট লক্ষে পৌঁছাতে পারবে-ইনশাল্লাহ।
অনুষ্ঠানে আরো বক্ত্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বাবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলন মানিকগঞ্জ জেলার শাখার সিনিয়র যুগ্ন-সদস্য সচিব শিশির আহম্মেদ, নাহিদ হোসেন, নাছিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম সাহেব। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।