চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পারবতীপুর ইউনিয়নের এনায়েতপুর ও নজরপুর গ্রামে ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার নিয়ে প্রেস ব্রিফিং করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই প্রেস বিফিং করেন পুলিশ সুপার।
গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী চাঁদপুর গ্রামের মোঃ
এনামুল হক এর ছেলে মোঃ দেলোয়ার হেসেন (২৪), একই গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ ওয়াসিম (২৮), একই এলাকার মোঃ তহুরুল ইসলামের ছেলে মোঃ তৌহিদ আলী সুজন (২৬), একই উপজেলার পলাশবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে মোঃ লালচান (৩২), মোবারকপুর ইউপি’র গঙ্গারামপুরের মৃত সাইফুদ্দিন আহম্মেদ এর ছেলে মোঃ দিনুল ইসলাম (৪৩) এবং একই ইউনিয়নের দানিয়ালপুর গ্রামের মৃত সাজেমানের ছেলে মোঃ আনারুল (৫২)।
ঘটনার বিবরণে পুলিশ সুপার জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন পারবতীপুর ইউনিয়নের এনায়েতপুর ও নজরপুর গ্রামের মান্দামিক জনৈক আওয়ালের আম বাগানের সামনে পাঁকা রাস্তার উপর ডাকাতির ঘটনায় জড়িত ৬ জন গ্রেফতার এবং ছিনতাইকৃত ১ টি অটো রিক্সা ও ১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গত ১১ মার্চ নাচোল থানার নূরপুর গ্রামের মৃত ইসরাইলের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৯) অটো ভ্যান নিয়ে যাচ্ছিল। ১১ মার্চ সন্ধ্যা রাত অনুমান ৭টার দিকে গোমস্তাপুর থানার জগতগ্রাম বিয়ের বাড়ীতে রিজার্ভ ভাড়া যায়।
বিয়ে বাড়ী থেকে নাচোল থানার আঝইর গ্রামে ফেরার পথে সন্ধ্যা রাত অনুমান সাড়ে ৭টার দিকে গোমস্তাপুর থানার পারবর্তীপুর ইউনিয়নের এনায়েতপুর ও নজরপুর গ্রামের মাঝামাঝি পাঁকা রাস্তার উপর পৌঁছালে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত মুখে মাস্ক ও কালো কাপড় বাঁধা ৩/৪ জন অজ্ঞাতনামা লোক পথরোধ করে তার ভ্যানে থাকা ৭ জন যাত্রীকে এলোপাথারি মারধর করে হাসুয়া, লাঠি, শিশু গাছের ডাল ঠেকিয়ে আরো মারপিট করে প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক অটো চার্জার ভ্যান (যার মূল্য অনুমান ২ লক্ষ ১৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়।
এসময় ভ্যানে থাকা যাত্রীদের জিম্মি করে ঘটনাস্থল হতে অনুমান ৫০০ গজ দক্ষিণ পশ্চিমে আম বাগানের ভিতরে নিয়ে রফিকুলের কাছে থাকা ৫’শ টাকা ও ০১টি স্মার্ট ফোন এবং ভ্যান যাত্রী মোঃ মাজেদ আলী কাছ থেকে নগদ ৩ হাজার ৬’শ টাকা, ০১টি বাটন মোবাইল ফোন, মোসাঃ মর্জিনা বেগম (৪৫) এর কানে থাকা একজোড়া স্বর্ণের দুল ও ০১টি লাকফুল, যার ওজন ৪ আনা, ০১টি বাটন মোবাইল ফোন, নগদ ১০০/- টাকা, মোসাঃ সামিরা খাতুন (২৪) এর কানে থাকা একজোড়া স্বর্ণের দুল ও একটি নাকফুল, যার ওজন ৪ আনা, ০১টি বাটন মোবাইল ফোন, মোসাঃ রেখা বেগম (৪৫) এর কানে থাকা একজোড়া স্বর্ণের দুল ও একটি নাকফুল, যার ওজন ৪ আনা, ০১টি বাটন মোবাইল ফোনসহ সর্বমোট ৩ লক্ষ ৪৫ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে চলে যায়। আহতরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন ভূক্তভোগী রফিকুল ইসলাম। প্রেক্ষিতে ডাকাতির ঘটনায় আসামীদের গ্রেফতারে চাঁপাইনবাব গঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও গোমস্তাপুর থানা যৌথভাবে তৎপরতা শুরু করে।
যৌথ টিমের অফিসার ও ফোর্স সম্মিলিত একটি চৌকস টিম বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় ঘটনার পর হতেই জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দস্যুতার সাথে সরাসরি অংশগ্রহণকারী শিবগঞ্জের মোঃ দেলোয়ার হেসেন, মোঃ ওয়াসিম, মোঃ লালচান, মোঃ তৌহিদ আলী সুজন, মোঃ দিনুল ইসলাম, মোঃ আনারুল কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেয়া তথ্যমতে ছিনতাইকৃত অটো রিক্সাটি ও স্মার্ট মোবাইল ফোনটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতার ও অন্যান্য ছিনতাইকৃত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট ওয়াসিম ফিরোজ, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দিনসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।