মানিকগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিদ্দিকনগর দরবার শরীফ মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
এর আগে গতকাল (বুধবার, ১৯ মার্চ) রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
ওসি এস এম আমান উল্লাহ জানান, এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।