গাজীপুরের কাশিমপুরের গোবিন্দবাড়ি এলাকার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও তাদের চার বছর বয়সী সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) সকালে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- টাঙ্গাইল সখিপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছরের সন্তান নাদিয়া আক্তার। মারা যাওয়া নাজমুল নেশা করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলকাবাসী জানান, গবিন্দবাড়ি এলাকায় শ্বশুড় বাড়িতেই স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন নাজমুল। অনেকদিন ধরেই নানা বিষয় স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল।
এসব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল শনিবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। আজ ঘুম থেকে না উঠায় সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন।
কোনো সারা না পেয়ে স্বজনরা পেছন দিকের জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে নাজমুলের ঝুলন্ত লাশ দেখতে পান। স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে খাদিজা ও নাদিয়ার মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটানাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তশেষে আইনানুগ ব্যবস্থা নেওয় হবে।