অতিদরিদ্র, অসহায় ও দুস্থ্য ব্যাক্তিদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়ন পরিষদ চত্তরে সোমবার সকাল ১০:৩০ মিনিটে এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব খোরশেদ আলম নোমান। তিনি বলেন, দীর্ঘ সময় আমরা আপনাদের কাছে আসতে পারি নাই। আওয়ামী দুঃশাসনের কারণে দীর্ঘ পনের বছর মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আজ সময় এসেছে, আপনাদের খেদমত করার। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি) সব সময় আপনাদের পাশে আছে। তাই দেশ ও জনগনের মঙ্গলে আগামী সংসদ নির্বাচনে আপনারা সকলে ধানের শীর্ষে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্তকরছি।
অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ আলী, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো. মোকছেদ আলম ও যুবদল নেতা অমিত হাসান । এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চাল বিতরণী অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৭২২ জন মানুষের এই চাল বিতরণ করা হয়।