বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে ন্যায় ও সমতার সমাজ গড়ে তুলার আহ্ববান জানিয়েছেন ডাক ও টৈলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব মো. রফিকুল ইসলাম। তিনি আজ সোমবার সাটুরিয়া উপজেলার চাচিতারা বাজার জামে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করার সময় এই আহ্ববান জানান।
নিজ গ্রামবাসীর উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভাল কাজ করতে হবে। দুর্নীতি ও মন্দ কাজকে না বলতে হবে। সমাজ থেকে ছোট-বড় ভেদাভেদ দুর করতে হবে। দলমতের উর্ধ্বে উঠে সঠিক, সুন্দর ও কল্যাণকর সিদ্ধান্ত নিতে হবে। তবেই সমাজে উন্নয়ন ও ঈদ-উল-ফিতরের মহত্ব বিকাশিত হবে।
মনে রাখতে হবে, ন্যায় ও সমতার সমাজ কায়েম করতে না পারলে দেশ, জাতি ও সমাজের উন্নয়ন হবে না। এই সময় তিনি, সকল প্রকার সংকীর্ণতাকে দুরে ঠেলে মসজিদ কমিটির সকল সদস্যদের হাতে হাত রেখে উদারচিত্তে কাজ করার আহ্ববান জানান। একই সাথে মসজিদ উন্নয়নে (জনাব রফিকুল ইসালামের) প্রদানকৃত এক লক্ষটাকা গ্রহণ ও মসজিদের বার্ষিক আয়-ব্যয় হিসাব তদারকীসহ, মসজিদ উন্নয়নে, মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন।
নামাজের মাঠে অন্যাণ্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব, খোরশেদ আলম নোমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, জসীম উদ্দিন মাষ্টার প্রমুখ।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলটি পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মওলানা মোজাম্মেল হক সাহেব।