মানিকগঞ্জ সাটুরিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে গিয়ে বেদম মারপিটের শিকার হয়েছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে, অত্র উপজেলার বরাঈদ ইউনিয়নের আগ-সাভার গ্রামে। প্রেমিকের নাম আলামিন। সে একই গ্রামের জসিম উদ্দিন (জসুর) ছেলে।
বিশ্বস্তসূত্রে জানাগেছে, বরাইদ ইউনিয়নের আগ-সাভার গ্রামে গত সোমবার দুপুরে (ঈদের দিন) বিয়ের দাবিতে আরজিনা নামের এক তরুনী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে। প্রেমিক আলামিনের মা, বাবা আরজিনাকে ছেলের বউ মেনে নিতে অস্বীকার করে এবং ভুক্তভোগীকে বেদম মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া চেষ্টা করে। তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে, মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাটুরিয়া উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে তরুনীর দাবি, আলামিনের সাথে তার র্দীঘ দিনের প্রেমের সম্পর্ক। তার ধারাবাহিকতায় সে বিয়ের মিথ্যা প্রলোভন দেখে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে একাধিকবার রাত্রি যাপনসহ আমার কাছ থেকে বিপুল অংকের টাকা আত্মসাৎ করেছে। বিয়ে করার কথা বললে- সে এখন এড়িয়ে চলছে। নিরুপায় হতে আমি তার বাড়ীতে অবস্থান নিলে তারা আমাকে বেদম মারপিট করে।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন জানান, বিয়ের দাবিতে তরুণীর অনশনের বিষয়টি স্থানীয় এলাকাবাসী কাছে শুনেছি। ভুক্তভোগীকে চিকিৎসা ও আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান, বিয়ের দাবিতে এক তরুণী জসিমের বাড়িতে অনশন করছে। তবে, আমি লিখিত ভাবে কোন অভিযোগ পাইনি। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নেওয়া উচিত।
স্থানীয় ৪ নং ওয়ার্ডের মেম্বার মো: রমজান জানান, ঘটনার পরে স্হানীয় ব্যক্তিবর্গ নিয়ে বিষয়টি মিমাংসার উদ্দেশ্যে কয়েকবার বসা হয়েছিল। ছেলের পক্ষ থেকে সময় নিয়ে তারা আর দেখা করেনি। পরে শুনেছি, ছেলে সিং খুদে বাড়ি থেকে পালিয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহিনুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।