মানিকগঞ্জের সাটুরিয়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে রুমান হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাজীপুর গ্রামে বুধবার (২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। রুমান সাটুরিয়া উপজেলার পৌলশুরা গ্রামের মো. রিপন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের ফুফাতো ভাইদের সাথে বাড়ীর পাশে ফুটবল খেলতে যায় রুমান। ফুটবল খেলা শেষে পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। এ সময় পুকুরে ডুবে যায় রুমান।
ওই সময় তার ফুফাতো ভাইয়েরা চিৎকার করলে বাড়ীর অন্য সদস্যরা দৌড়ে আসে। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রোমান হোসেন বলেন, ‘ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’ সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’