শরীয়তপুর প্রতিনিধি ॥ ঈদের ছুটিতে শরীয়তপুরে চালু রয়েছে পরিবার পরিকল্পনা সেবা সমুহ। ছুটির দিনেও সেবা পেয়ে খুশি মা-শিশু ও স্বজনরা।
গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী সেবাসহ গ্রাহকের চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে ।
শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিভাগীয় পরিচালকের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ঈদুল ফিতরের দীর্ঘ সরকারি ছুটির মধ্যেও পরিবার পরিকল্পনার সেবা চালু রাখা হয়েছে। এই মহান উদ্যোগে জেলার ৩৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৭টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ১০শয্যা বিশিষ্ট ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।
ছুটির দিনেও চাহিদা অনুযায়ী সেবা পেয়ে এক প্রসূতি মা জানায়, দীর্ঘদিন ধরে তিনি পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করে আসছেন। এবারের ঈদের ছুটির মধ্যেও তিনি সেবা পেয়ে নবজাতক শিশুসহ সুস্থ রয়েছেন। পরিবার পরিকল্পনার এই কার্যক্রমকে তিনি সাধুবাদ জানিয়েছেন।