সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
আশুলিয়ায় থুতু ফেলাকে কেন্দ্র করে সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে ব্যাপক সংঘর্ষ ! মানিকগঞ্জে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভুয়া আইনজীবী আটক ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা মানিকগঞ্জে সাবেক  ছাত্র শিবির নেতাকর্মী  প্রীতি সন্মেলন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শহিদুল ইসলাম আমি এনসিপির সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো-নাসীরুদ্দীন পাটওয়ারী প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ কনস্টেবল, অতঃপর বিয়ে সাটুরিয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগে পুত্রবধুসহ গ্রেফতার ৩ অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাই-ডা. শফিকুর রহমান

`২৪‘শের জুলাই বিপ্লব’ একটি রাজনৈতিক আলোকবর্তীকা’

Reporter Name
  • আপডেটের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬৫৩ সময় দেখুন

বাংলাদেশের জন্য একটি বিপ্লবী সরকার প্রয়োজন। কেবল মাত্র, জ্ঞান-দিপ্ত-বিপ্লবী সরকারই পারে এই অদৃষ্টবিশ্বাসী পরায়নপর বাঙ্গালী জাতিকে পরিশুদ্ধ করতে। ডানপন্থী, বামপন্থী কিম্বা মধ্যপন্থী রাজনৈতিক মতাদর্শ বাঙ্গলী জাতিকে কোন দিন আকৃষ্ট করতে পারে নাই এবং ভাবিষ্যতেও যে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস বিশ্লেষন করলে এ সত্য দিবালোকের মত স্পষ্ট। শশাংক, চন্দ্রগুপ্ত মোর্য কিম্বা বখতিয়ার খিলজীর মত বিপ্লবী চেতনাই পারে, নতুন স্লোগানে- নতুন বাংলাদেশ গড়তে।

আমরাও স্বাধীনতাত্তোর বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের রাজনীতি ও শাসন কাল দেখেছি। এরা কি ভাবে- ডান, বাম কিম্বা মধ্যপন্থীর স্লোগান দিয়ে সাধারন জনতার সম্পদ লুটে নিয়েছে। খেটে খাওয়া মানুষদের ভাগ্যে ‘থাবা’ মেরে রাতারাতিই বিত্তশালী হয়েছে। ধারাপরিক্রমায়, রাজনীতিতে পরিবারতন্ত্র চালু করেছে।

নিজেদের অধিপত্য টিকিয়ে রাখার জন্য পাইক-পিয়াদাদের দ্বারা-সন্ত্রাসী ও পেশীশক্তির রাজনীতি চালু করেছে। জন-শান্তির ‘ছবক’ দিয়ে ‘অঘোষিত রাবনের রাজ্য কায়েম করেছে। স্বদেশী সম্পদ বিদেশে পাচার করেছে। প্রশাসনিক কাঠামোতে দলীয় লোক নিয়োগ করে চাটুকার ও তুষামুদি শ্রেণী সৃষ্টি করেছে। সারাদেশের মোট সম্পদের ৭৫ ভাগ দখলে করে এখন তারা জনসেবার স্লোগান দিচ্ছে।

বাংলাদেশের বিগত ৫০ বছরে রাজনীতির ইতিহাস ছিল, সাধারন মানুষের সম্পদ লুটের ইতিহাস।সচেতন বিবেকের কান্নাঁর ইতিহাস। রাজনৈতিক দুর্বৃত্তদের সম্পদ দখলবাজীর ইতিহাস।

এই ক্ষেত্রে, ২৪‘শের জুলাই বিপ্লবের মাধ্যমে‘একটি কালো অধ্যায় পরিসমাপ্তি ঘটেছে। এই বিপ্লবে, শত শহীদের মাঝে সাত বছরের শিশুর বুকে তাজা রক্ত, পরাধীনতার শৃংখলমুক্তির সাহসী আহ্ববান- বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। একথা সর্বজন স্বীকৃত যে, ২৪‘শের জুলাই বিপ্লব ছিল, একটি সচেতন বিবেকের আত্ম-চিৎকার। নির্যাতিত মানুষের মুক্তির স্লোগান। বিপন্ন মানুষের বেঁচে থাকার অধিকার।  তাই, এই বিপ্লবের সফলতা, একটি নতুন সমাজ ও রাষ্ট্র গঠণের মুল প্রেরনা।

পরিপ্রেক্ষিত যে, শোষকদের হাত হতে বাচঁতে হলে একটি সচেতন শিক্ষিত সমাজের নেতৃত্বে জীবনমুখী রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে। চিরাচরিৎ নির্বাচনের পথরোদ্ধ করে, জনসমর্থনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসনের সর্বচ্চ থেকে আরম্ভ করে সর্বত্রই চাটুকার, দুর্নীতিবাজ ও লুটেরাদেরকে বিতারিত করতে হবে, যা কেবলমাত্র একটি বিপ্লবী সরকারের দ্বারাই সম্ভব।

এ কথা কোনমতেই, অস্বীকার করার উপায় নাই যে, আজ বাংলাদেশের প্রত্যেকটি পাড়া, মহল্লা কিম্বা শহরের অলি-গলি, দুর্নীতিবাজদের অভয় অরণ্যে পরিনত হয়েছে। অ-পরিশুদ্ধ রাজনীতির স্লোগান দিয়ে এরা বাংলাদেশকে গিলে খেতে বসেছে। ডান-বামে ভাগ হয়ে পালাক্রমে রাষ্ট্রীয় সম্পদ লুটে নিচ্ছে। তাদের এই ‘রাহু-গ্রাস’ রাজনীতি পালাক্রমে জন্ম দিচ্ছে দানবীয় স্বৈরাচারের।

তাই একটি বিপ্লবী সরকর গঠন ও তার প্রশাসনিক বিস্তৃতিই সকল কান্নাঁর অবসান ঘটাতে পারে। জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসাবে আমাদের এই চাওয়া এখন সময়ের দাবি।

মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য, জাতীয় নাগরিক কমিটি, সাটুরিয়া উপজেলা শাখা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD