মানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী ইয়াকুব পারভেজকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুব পারভেজকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী জানায়, ‘গত ফেব্রুয়ারি মাসে স্টুডিওতে স্কুলের কাজের জন্য ছবি তুলতে গেলে স্টুডিও মালিক ইয়াকুব আমাকে নানাভাবে কু প্রস্তাব দেয়। আমি রাজী না হওয়ায় একপর্যায়ে আমাকে নেশাজাতীয় তরল পান করিয়ে অচেতন করে ধর্ষণ করে তা মোবাইলে ধারণ করে রাখে।
এর কয়েক দিন পর আমাকে আবার দোকানে ডেকে মোবাইলে ধারণ-কৃত ছবি দেখায়। ছবি ইন্টারনেটে ছেড়ে দেবার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।’
এলাকাবাসী জানায়, ইয়াকুব পারভেজ স্টুডিও ব্যবসার আড়ালে বিভিন্ন সময় বিভিন্ন স্কুল ছাত্রীদের হয়রানি করে আসছে। অনেকে লোক লজ্জার ভয়ে মুখ খুলে না।
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, ‘মামলা রুজু হওয়ার পর রাতেই অভিযান পরিচালনা করে আসামি ইয়াকুব পারভেজকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিশু ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা হয়েছে।’