মানিকগঞ্জ সাটুরিয়ায় ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’ আট দফা আট দাবি, বাস্তবায়নের লক্ষে ক্লাস -পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচী পালন করেছে।
আজ সোমবার সকালে সাটুরিয়া কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করে। অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা তাদের আট দফা দাবি তুলে ধরেন। এই সময় তারা দাবি আদায়ের লক্ষে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। পরে মিছিল নিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদর্শন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচীতে সাটুরিয়া এটিআই ক্যাম্পাসের এম,এ, আল-নোমান, সানবির ইসলাম সাদ সহ শতাধিক সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সাটুরিয়া কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ এম এম এ সালাম জানান, শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভহিত করা হয়েছে। আশা করি, কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এই সময় তিনি, শিক্ষার্থীদের কে ক্লাস -পরীক্ষা বর্জন থেকে বিরত থাকার পরামর্শ দেন।